ড্রিম স্কলার্স ২০১০ সনে ঢাকার ধানমন্ডিতে প্রতিষ্ঠিত একটি আবাসিক শিক্ষা পরিবার। ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হোয়া সংস্থাভূক্ত একটি প্রতিষ্ঠান। বর্তমানে ধানমন্ডিতে বয়েজ এবং গার্লস হোস্টেলের পৃথক পৃথক শাখায় শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে।
চাকরির ধরনঃ ফুল টাইম চাকুরী এবং কাজে অধিক ধৈর্যশীল ও আন্তরিক হতে হবে।
চাকরির দায়িত্বসমূহ
ছাত্রদের আগমন বহির্গমন রেজিস্ট্রার মেইনটেইন। পুরো ভবনের নিরাপত্তা রক্ষা করা। মটরের পানি ছাড়া, ইনকামিং আউটগোয়িং চেকিং এবং কোম্পানির এ জাতীয় যে কোন ধরনের দয়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রদত্ত কাজ।