বাহির থেকে কোনো ভিজিটর/গাড়ি আসলে তাহার পরিচয় নিশ্চিত হতে হবে অতপর গেইটের ভেতর ঢোকাতে হবে ।
ভিজিটরের ক্ষেএে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ভিজিটর কার্ড সহ খাতায় লিপিবদ্ধ ভিজিটরকে ভেতরে যেতে হবে ।
ভিজিটর ইন/ আউট টাইম যথাযথ ভাবে খাতায় লিখিবে।
বাহিরের ভিজিটর গ্রুপের কোন কর্মকর্তার সাথে দেখা করতে চাইলে উনি অফিসে উপস্থিত আছে কিনা এবং ভিজিটর এর পরিচয় জেনে কর্তৃপক্ষের নির্দেশ নিয়ে সেইমতন দেখা হবে কি হবে না বলে দিতে হবে।
কোন সিকিউরিটি অফিসার কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বাহিরে যেতে পারবে না।
অফিস ছুটির পর পুংখানুপুংখ ভাবে চেক করিবে।
অফিস ছুটি হওয়ার পর সকল দরজা জানালা তালা সঠিক ভাবে বন্ধ করিবে এবং চাবি কর্তৃপক্ষকে স্থানান্তর করিবে।
চাকরির ধরন
ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি/সমমানের পাশ হতে হবে।
অভিজ্ঞতা
২ থেকে ৩ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
বয়স ২০ থেকে ৪০ বছর
শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন
যে কোন কোম্পানীতে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকুরীর প্রার্থী কে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনকারীদের নিম্নলিখিত শিল্পক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে।
সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হতে হবে।
উচ্চতা কমপক্ষে ১৮০ সে. মি:
উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১০ ইঞ্চির নিচে প্রার্থীদের আবেদন না করার জন্য অনুরোধ করা হলো।
বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত জেসিও প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।