ঢাকা মার্ট লিঃ
ঢাকা মার্ট লিমিটেড ই-কমার্স এবং হার্ডওয়্যার টুলস পণ্য, প্লাষ্টিক নেট উৎপাদন এবং আমদানিকারক হিসাবে প্রতিষ্ঠিত নেতৃস্থানীয় কোম্পানি। হার্ডওয়্যার এবং ভোগ্যপন্য বাজারজাতকরন আরও বিস্তৃত করার জন্য আমরা অবিলম্বে নিয়োগের জন্য অত্যন্ত পেশাদার, উদ্যমী, উচ্চাকাংখী, চটপটে টিএসও / টিএসএম খুঁজছি।
শিক্ষাগত যোগ্যতাঃ- নূন্যতম স্নাতক পাস (শিথিলিযোগ্য)
(বর্তমানে টিএসও/টিএসএম পদে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলিযোগ্য।)
অভিজ্ঞতাঃ- হার্ডওয়্যার ও ভোগ্যপণ্য বাজারজাত করনে কম পক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। (শিথিলিযোগ্য)
বয়সঃ- ২৪-৩৭ বছর।
বেতনভাতাঃ- আলোচনা সাপেক্ষে বেতন, টিএ ডিএ নির্ধারন করা হবে। লক্ষ্যমাত্রার উপর মাসিক ইনসেনটিভ , বিভিন্ন প্রকার লক্ষ্যমাত্রা অর্জনে আরও ইনসেনটিভ থাকবে, বৎসরে দুইটি বোনাস এবং বাৎসরিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।
কর্মস্থলঃ- বাংলাদেশের যেকোন জায়গায়।
মূল কাজঃ-
১। রুট প্লান অনুযায়ী কাজ করা।
২। দোকানদার গণের কাছ থেকে অর্ডার সংগ্রহ করা।
৩। দৈনিক এবং মাসিক সেল রিপোর্ট তৈরী করা।
৪। মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা।
বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ-
১। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে ইন্টারভিউ এর পরেরদিন সংশ্লিষ্ট রিজিউনে তিন দিন ব্যাপী প্রশিক্ষন প্রদান করা হবে। প্রশিক্ষন শেষে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোন জেলায় কোম্পানীর নিয়মানুযায়ী নিয়োগ প্রদান করা হবে।
২। প্রশিক্ষন চলাকালীন সময়ে প্রার্থীকে নিজ খরছে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না।
আগ্রহী প্রার্থীগন ছবি ও বায়েডাটা নিচে প্রদত্ত ইমেইল ঠিকানায় মেইল করে পাঠিয়ে দিন। মেইলে সাবজেক্ট এর ঘরে অবশ্যই আপনার পদবী উল্লেখ করবেন। ইমেইল থেকে বাছাইকৃত প্রার্থীদের ফোন করে ইন্টারভিউ তারিখ নিশ্চিত করা হবে।
উল্লেখ্যঃ- কোনপ্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। উল্লেখিত শর্তের সাথে মিলিয়ে যারা চ্যালেঞ্জিং কাজে আগ্রহী তারাই আবেদন করুন।
আবেদন করুন
Send CV at mail: info@dhakamart.com